আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে আলজাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ১৬ হাজার ১৭০ এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন।
ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অংশ নিয়েছেন হাজার হাজার উদ্ধারকর্মী। তবে, বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মকর্তাদের ধারণা, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ২ কোটি ৩০ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়তে পারে।
ভয়াবহ এই দুর্ঘটনার পর বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কাতার সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘরসহ ত্রাণসামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রও পাঠানোর ঘোষণা দিয়েছে।
এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।
আমাদেরকাগজ/এইচএম