দুর্যোগ ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৩১

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ১৭৫৪৩

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩ জন। ত

বৃহস্পতিবার রস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে জানান, তুরস্কে নিহতের সংখ্যা কমপক্ষে ১৪ হাজার ৩৫১ জন। আহত হয়েছে ৬৩ হাজার ৭৯৪ জন।

অন্যদিকে সিরিয়ার বেসামরিক কর্তৃপক্ষ ‘হোয়াইট হেলমেট’ গ্রুপের তথ্য অনুসারে, উত্তর-পশ্চিম বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ৯৩০ জন এবং সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ২৬২ জন নিহতসহ সিরিয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৯২ জন।

তুর্কি সরকার, হোয়াইট হেলমেট এবং সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার পরিসংখ্যান অনুসারে, সিরিয়া ও তুরস্কে কমপক্ষে ৬৮ হাজার ৯৫২ জন আহত হয়েছে।

এদিকে বিধ্বংসী ভূমিকম্পের পর প্রায় ৯৫টি দেশ এবং ১৬টি আন্তর্জাতিক সংস্থা তুরস্ককে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

আমাদেরকাগজ/এইচএম