খেলাধুলা ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:০৬

খুলনার বিপক্ষে ৬ উইকেটে জিতে শীর্ষস্থানেই সিলেট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে শীর্ষস্থানে ছিল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। খুলনার বিপক্ষে শেষ ম্যাচে তবুও জয় প্রয়োজন ছিল দলটির। রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার জন্য অন্ততপক্ষে সেরা দুই নিশ্চিত করার জন্য হলেও প্রয়োজন ছিল সিলেটের জেতার।

খুলনার বিপক্ষে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানেই জিতেছে মাশরাফীর দল। যার ফলে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো দলটি।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে খুলনার অধিনায়ক শেই হোপ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু আগে ব্যাটিংয়ে নেমে তার দল ৮ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। খুলনার পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। এছাড়াও নাহিদুল ২২ এবং ইয়াসির আলী করেন ১২ রান। সিলেটের পক্ষে সাকিব ৩টি এবং ইমাদ ও রুবেল নিয়েছেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমেই ১০ রানের মধ্যে দুই ওপেনার তৌহিদ হৃদয় (৫) এবং নাজমুল শান্তকে (৩ রান) হারায় সিলেট। এরপর তৃতীয় উইকেট জুটিতে মুশফিক এবং জাকির ৯০ রান যোগ করে সিলেটের জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। জাকির ৪৬ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৫০ রান করে ডিপ থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন। জাকির ফিফটি পেলেও মুশফিক বঞ্চিত হন দুর্ভাগ্যজনক রান আউটের ফাঁদে পড়ে।

পাঁচে নামা বার্লের শট বোলারের পায়ে লেগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙলে ৩৯ রান করে ফেরেন মুশফিক। এরপর অবশ্য বার্লের বিশাল ছয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।