অর্থ ও বাণিজ্য ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৫৫

আখ সংকটে বন্ধ হলো কেরু, বিপুল লোকসানের আশঙ্কা

আমাদের কাগজ রিপোর্ট: মৌসুমের মাত্র ৪২ কার্যদিবসের মাথায় আখ মাড়াই আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে দেশের ভারী চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। ১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর এবার সর্বনিম্ন কার্যদিবসে বন্ধ হলো চিনিকলটি।

কেরুর মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৫৩ দিনের লক্ষ্যমাত্রা থাকলেও আখের অভাবে তার আগেই বন্ধ করা হয় ২০২২-২৩ মৌসুমের আখ মাড়াই। বছর চিনিতে প্রতিষ্ঠানটির ৬০ থেকে ৬৫ কোটি টাকা লোকসান হবে।

শুক্রবার ভোরে আখেরি হুইসেল বাজিয়ে আখ মাড়াই বন্ধ করা হয়। আখ মাড়াই বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কেরুর মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম।

চিনিকলের কারখানা বিভাগ জানায়, চলতি ২০২২-২০২৩ সালে ৫৩ দিন ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চলতি মাড়াই মৌসুমে ৪২ দিনে মাত্র ৪৬ হাজার ৬০ মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এতে হাজার ২১৯ মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে জানায় চিনিকল কর্তৃপক্ষ। যার হার দশমিক শতাংশ।

২০২১-২২ সালে চিনি উৎপাদন মৌসুমে ৭০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছিল দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় চিনিকল দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিকে। এবারও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় অনেক টাকা লোকসান হবে প্রতিষ্ঠানটির, এমনটাই ধারণা করা হচ্ছে।

 

 

 

আমাদের কাগজ/টিআর