খেলাধুলা ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:০১

পাক ইফতেখারের ব্যাটে বরিশালের চ্যালেঞ্জিং স্কোর

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

খেলাধুলার খবরঃ হারলে বাদ, টসে জিতে ফিল্ডিংয় বেছে নেয় খুলনা । নবম আসরের গ্রুপ পর্বের খেলা ইতোমধ্যেই শেষের দিকে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেট পর্বের খেলা শেষে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি এখন ঢাকাতে অবস্থান করছে। যেখানে আজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৩৩তম ম্যাচের আগে টস জিতেছেন খুলনার অধিনায়ক শাই হোপ। এই ম্যাচে হারলেই বাদ যাবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।

তবে পাকিস্তানের তারকা ক্রিকেটার ইফতেখার আহমেদের ব্যাটিং তাণ্ডবে খুলনাকে ১৯৫ রানের চ্যালেঞ্জ ছূঁড়ে দিল ফরচুন বরিশাল। আগে ব্যাটিংয়ে নেমে ছক্কায় ইনিংস শুরু করা বরিশালের ওপেনার এনামুল হক ফেরেন শরিফুলের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে। তার আগে ৭ বলে করেন ১২ রান। 

এরপর  ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা ইবরাহিম জাদরানের সঙ্গে ৩১ বলে ৪১ রানের জুটি গড়ে ফেরেন অন্য ওপেনার ফজলে রাব্বি। তিনি ২৯ বলে ৩৯ রান করে আউট হন। 

এরপর ইফতেখার আহমেদের সঙ্গে ৩৬ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ২১ বলে ৩৬ রান করে ফেরেন। 

সাকিব আউট হওয়ার পর করিম জানাতের সঙ্গে মাত্র ১৪ বলে চার ছক্কার ফুলঝুুড়িতে ৪০ রানের জুটি গড়েন ইফতেখার। করিম ৮ বলে ১৬ রানে ফেরেন।

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন ইফতেখার। তিনি ৩১ বলে তিন চার আর সমান ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন। 
 

আমাদের কাগজ/এমটি