জাতীয় ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:০২

পাঠ্যপুস্তকের ভুলকেই ইস্যু বানাচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন পাঠ্যপুস্তকের ভুলকেই ইস্যু বানাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পাঠ্যপুস্তকে ১১ বছর আগের ভুলগুলো এখন আবার তোলা হচ্ছে। অথচ, সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, পাঠ্যপুস্তকে ভুল থাকলে ঠিক করার জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। সে কমিটি আলেমদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবে। হাছান মাহমুদ বলেন, পাঠ্যপুস্তকের ভুল নিয়ে মির্জা ফখরুল রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। তাকে বলব বইগুলো আগে ভালোভাবে পড়ুন।

প্রসঙ্গত,শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব শিক্ষার্থীদের বই দেওয়া বাকি ছিল, তাদেরকে ২৫ জানুয়ারির মধ্যে দেওয়ার কথা ছিল। তবে কোথাও কোনো কারণে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বিশেষ করে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াতে পারেন- কোনও অসুবিধা নেই। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোনো কারণে বই পৌঁছাতে দেরি হয়ে তাহলে অবশ্যই আমি তা দেখবো।

আমাদের কাগজ/এমটি