খেলাধুলা ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:৩৮

ইউরোপের সেরা ফুটবলার রোনালদো নাকি মেসি?

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শুরুতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপ ছেড়ে এশিয়ান ফুটবলে নাম লিখিয়েছেন। যে জন্য ইউরোপের অন্যতম সেরা ফুটবলার আবারও আলোচনায় এসেছেন।

৩৭ বছর বয়সী স্ট্রাইকার রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার আগে ইউরোপে অসংখ্য রেকর্ড গড়েছেন। যার মধ্যে একজন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, যিনি আবার একটি রেকর্ড দাবি করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়েকে ৩-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের ৭২তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা মেসি।

এতেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসির দখলে। এই রেকর্ড গড়ার মাধ্যমে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ছাড়িয়ে যান পর্তুগিজ তারকা সিআর সেভেনকে।

আমাদেরকাগজ/এইচএম