খেলাধুলা ৩০ জানুয়ারি, ২০২৩ ১২:০২

একদিন বিশ্রামের পর আবারও মাঠে ফিরছে বিপিএল 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে অর্ধেকেরও বেশি ম্যাচ শেষ হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পর্ব শেষে বিপিএল এখন অবস্থান করছে চায়ের দেশ সিলেটে। বিপিএলের ২৮ ম্যাচ শেষে একদিনের বিশ্রামে ছিল সাত ফ্রাঞ্চাইজি। সেই বিরতি কাটিয়ে আজ আবারও মাঠে গড়াবে বিপিএল।

সোমবার, ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায়, একই ভেন্যুতে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

আসরের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে ৭ জয় ও দুই পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে তারা। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামা তামিম-রাব্বিদের খুলনার পয়েন্ট ৭ ম্যাচে ২ জয়ে ৪। তাই পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই দলটির।

অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে রংপুর। ঢাকার বিপক্ষে জয় পেলে শেষ চারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে সোহানের দল। আর নাসিরের ঢাকা মাঠে নামবে আসরে তাদের তৃতীয় জয়ের খোঁজে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ঢাকা।

আমাদেরকাগজ/ এইচকে