বিনোদন ২৯ জানুয়ারি, ২০২৩ ০১:৫০

টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলারের এত বিখ্যাত কেন? 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদঃবিশ্ব বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা জনি ওয়াইজমুলার। যিনি বাঙালিদের কাছে বিশেষ করে সিনেপ্রমিদের জন্য টারজান নামেই পরিচিত। বলে গেলে কম বলা হয়ে যাবে। তিনি যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন সেখানেই। ১৯২০-এর দশকে বিশ্বের সেরা সাঁতারু হিসেবে পরিচিত ছিলেন। এক অলিম্পিকেই তাঁর যে কীর্তি, সেটিই তাঁকে ইতিহাসে অমর করে রাখার জন্য যথেষ্ট ছিল। তিনি কখনও প্রতিযোগিতায় পরাজিত হননি এবং সৌখিন ক্রীড়াবিদ হিসেবে অপরাজিত থেকেই অবসর নেন। তিনি অলিম্পিক ক্রীড়ায় ৫টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জসহ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশীপে ৫২ বার এবং ৬৯ বার বিশ্বরেকর্ড করেন তিনি।  

কিন্তু ওয়াইজমুলারে তাতেই সন্তুষ্ট হননি। তিনি অভিনেতা হিসেবে নাম করতে চাইলেন। সাঁতার-ক্যারিয়ার শেষ করার পর নামলেন অভিনয়ে। ১৯৩০-এর দশকে তিনি জনপ্রিয় টারজান চলচ্চিত্রে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। বিশ্বের অন্যতম সেরা কালজয়ী ফ্যান্টাসি চরিত্র টারজানের নাম ভূমিকায় অভিনয় করে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও নিজেকে রাখলেন অমর করে। 

টারজানের সেই বিখ্যাত চিৎকারটি ওয়েসমুলারের মাধ্যমেই প্রথম চিত্রায়িত হয় এবং তাঁর মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করে। তিনি এই চিৎকারের মতোই একজন অভিনেতা হিসেবে টারজান চরিত্রে এমন অনেক খুঁটিনাটি যোগ করেন, যা টারজান চরিত্রকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। 

প্রতিটি ছবিই বক্স অফিসে ঝড় তুলে অভিনেতা হিসেবে তাঁকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে। এই নন্দিত সাঁতারু ও চরিত্রাভিনেতা জনি ওয়াইজমুলারের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের মেক্সিকোর আকাপাল্কোতে মৃত্যুবরণ করেন এই টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলার।

আমাদের কাগজ/এমটি