বিনোদন ২৯ জানুয়ারি, ২০২৩ ০১:২০

কাকে নিয়ে ফিরছেন অ্যালেন স্বপন?

বিনোদন ডেস্ক: গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আলোচিত ওয়েব সিরিজসিন্ডিকেট শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছিলেন হালের ক্রেজ আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান প্রমুখ।

সিরিজটি মুক্তির পর স্পটলাইট ছিলঅ্যালেন স্বপনচরিত্রটার ওপর। চট্টগ্রামের লোকাল ভাষা কিছু পাঞ্চলাইন দিয়ে চরিত্রটির মাধ্যমে ফের আলোচনায় আসেন অভিনেতা নাসির উদ্দিন খান।

সেই অ্যালেন স্বপনকে নিয়েই সিন্ডিকেট-এর স্পিন-অফ সিরিজ হিসেবে শিহাব শাহীন নির্মাণ করছেনমাইসেলফ অ্যালেন স্বপন এতে নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণসহ দুর্দান্ত সব অভিনেতা।

চরিত্রটা নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সাথে বাস্তবের নাসির উদ্দিন খানের তেমন কোনও মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।

মিথিলা স্থির-ঠাণ্ডা মাথার অত্যন্ত ভালো একজন সহ-শিল্পী। আর সব মিলিয়ে পুরো টিম ছিল দুর্দান্ত। কাজটা ভালোভাবে শেষ করে দর্শকের কাছে গেলেই আমরা আনন্দ পাবো।যোগ করলেন নাসির।

রাফিয়াত রশিদ মিথিলাকে শায়লা চরিত্রে দেখা যাবে এই সিরিজে। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, শেইপ আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউজ ওয়াইফ কিন্তু তা নয়। ভেতরে অনেক গল্প আছে।

সহ-শিল্পী প্রসঙ্গে মিথিলা বলেন, ‘নাসির ভাই অসাধারণ অভিনেতা। এখন পর্যন্ত ওনার যা যা কাজ দেখেছি প্রতিটা চরিত্র তিনি অসাধারণ। সহশিল্পী হিসেবেও দারুণ। আমরা প্রতিটি সিনের আগে আলাপ করেছি। একে অপরকে গাইড করেছি।

পরিচালক শিহাব শাহীন বলেন, ‘সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট- চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তিনি অনেকে ভেবে-চিন্তে কাজ করেন। অনেকদিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইম্প্রুভ করেছেন। তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড।

চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং-এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে পর্বের এই সিরিজমাইসেলফ অ্যালেন স্বপন’-এ। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হয়েছে এই সিরিজটির দৃশ্য ধারণ। শিগগিরই সিরিজটি মুক্তি পাচ্ছে চরকিতে।

 

 

আমাদের কাগজ/টিআর