শিক্ষা ২৮ জানুয়ারি, ২০২৩ ১১:০২

ক্যান্সার সচেতনতায় ইবি ক্যাপের আলোচনা সভা

ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুলে আলোচনা সভা করেছে ‘ক্যান্সার এওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন' (ক্যাপ)- কুষ্টিয়া জোনের সদস্যরা। ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’প্রতিপাদ্য কে সামনে রেখে নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতায় নিয়মিত বিভিন্ন সভা-সেমিনার ও উঠান বৈঠকের আয়োজন করে যাচ্ছে সংগঠনটি।

এর ধারাবাহিকতায় শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনাসভার আয়োজন করে সংগঠনটি। এসময় ক্যাপের নারী সদস্য ও স্কুলটির শিক্ষিকারা’সহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় ক্যাপ সভাপতি সিয়াম মির্জা বলেন, আমরা স্কুলের মেয়ে শিক্ষার্থীদের মাঝে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে এসেছি। এ সমস্যাগুলো সাধারণত অসচেতনতার কারণে হয়ে থাকে। আমাদের মায়েরা এই ক্যান্সার সম্পর্কে অসচেতন থাকেন এবং প্রতিরোধেও কোন ব্যবস্থা গ্রহণ করেন না। আমরা প্রত্যাশা করি মেয়েদেরকে যদি এ বয়সে এসকল বিষয়ে আমরা সচেতন করতে পারি তাহলে এই রোগটি ক্রমান্বয়ে হ্রাস পাবে।

এ সময় স্কুল শিক্ষিকারাও তাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতন করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত, ‘ক্যান্সার এওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন' (ক্যাপ) নারীদের ক্যান্সার নিয়ে কাজ করে থাকে। বর্তমানে বাংলাদেশের ৫টি অঞ্চলে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

আমাদেরকাগজ/এইচএম