সারাদেশ ২৮ জানুয়ারি, ২০২৩ ০৯:১৫

প্রধানমন্ত্রীর জনসভা: রাজশাহীতে চলবে বিশেষ ৭ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের জনসভা উপলক্ষে রাজশাহীতে রোববার সাতটি বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। বিশেষ ট্রেনগুলো ভাড়া দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ভাড়া দেয়া সাত ট্রেনে ৩০ হাজারের বেশি মানুষ চলাচল করতে পারবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনগুলো রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালারচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ট্রেনগুলো বিভিন্ন জয়গা থেকে ছেড়ে আসবে। ট্রেনগুলো রাজশাহীতে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে ঢুকে পড়বে। আবার বিকেল ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে বের হয়ে যাবে। শুধু একদিন চলবে এই ট্রেনগুলো।

জানা গেছে, রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী ঢালানচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে বিশেষ ট্রেনগুলো। স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য পুরো ট্রেনই ভাড়া নেয়া হয়েছে।

যদিও সিডিউলের বাইরে সাতটা ট্রেন চলবে। রোববার চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বন্ধ। একদিন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও বন্ধ। সেটিও ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া মেরামতের জন্য ওয়ার্কশপে থাকা বেশ কিছু বগি এনে বিশেষ র‌্যাক করা হয়েছে। একদিন সেই বগিগুলো চলবে।

ট্রেনের শিডিউল বিপর্যয়ের বিষয়ে মহাব্যবস্থাপক বলেন, শিডিউলে কোনো সমস্যা হবে না। সেভাবেই ট্রেনগুলোর শিডিউল করা হয়েছে।

আমাদেরকাগজ/এইচএম