রাজনীতি ২৮ জানুয়ারি, ২০২৩ ০৮:৪৭

দেশের ৯৯ শতাংশ মানুষ আ.লীগের বিদায় চায়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ‘সরকার ছলে-বলে-কৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে’ বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ৯৯ শতাংশ মানুষ এখন আওয়ামী লীগের বিদায় চায়। 

আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সরকার ছলেবলেকৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এ ক্ষমতা টেকে না, এটা চোরাবালির মধ্যে দাঁড়িয়ে থাকা। তাদের পতন অবশ্যই হবে। জনগণের মধ্যে যে চেতনার সৃষ্টি হয়েছে, জনগণ যেভাবে এগিয়ে আসতে শুরু করেছে, নিঃসন্দেহে আমরা বিজয়ী হব। দেশের ৯৯ শতাংশ মানুষ এখন চায় আওয়ামী লীগ বিদায় হোক।’ 

শুধু সভা করে, কথা বলে এই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে রক্ষা পাব না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। আজকে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচাতে সামগ্রিক একটা লড়াই শুরু হয়েছে। এ লড়াইটা শুধু বিএনপির একার নয়। এটা জনগণের লড়াই। আমরা ইতিমধ্যে সেই লড়াই শুরু করেছি এবং আমাদের প্রত্যেকটি কর্মসূচি সফল হয়েছে জনগণকে সঙ্গে নিয়ে।’ 

সরকারকে উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘১০ দফার মূল কথা হচ্ছে বিদায় হও। অনেক হয়েছে, জনগণের রক্ত শোষণ করেছ। জনগণের অধিকার কেড়ে নিয়েছ। এবার দয়া করে বিদায় হও।’ 

আমাদেরকাগজ/এইচএম