বিনোদন ২৫ জানুয়ারি, ২০২৩ ০৭:৫৩

হুইল চেয়ারে ‘বিরতিহীন যাত্রা’ সাবিলার! 

বিনোদন ডেস্ক: আসছে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরের অভিনীত একক নাটক ‘বিরতিহীন যাত্রা’। ঈদুল ফিতরে বিশেষ হিসেবে থাকছে এটি। এখানে সাবিলাকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে।

নাটকের গল্পে দেখা যাবে, সাবিলার সঙ্গী হুইল চেয়ার আর সাহিত্যের কিছু বই। প্রতিদিন সেগুলো ফেরি করেন তিনি। এলাকার সবার প্রিয় মানুষ সে। তার জনপ্রিয়তাকে এলাকার চেয়ারম্যানও খুব ভয় পান।

এদিকে সাবিলার বই পড়ার আন্দোলনে একদিন সে থানা নির্বাহী অফিসারের কাছ থেকে পুরস্কার পান। তখন চেয়ারম্যানও দ্বন্দ্ব ভুলে মানুষের কল্যাণে সাবিলার সঙ্গে কাজ চান। চেয়ারম্যান নিজেই সাবিলাকে সংবর্ধনা দিতে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেন। ঠিক তখনই বেরিয়ে আসে অন্য এক সত্য! কিন্তু, কী সেই সত্য? কেন সাবিলা বই, ফুল, পাখি, প্রজাপতির গন্ধে কাটিয়ে দিতে চান তার জীবন? সব রহস্যের জটলা খুলতে নাটকটি দেখার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

নাটকটিতে সুনয়না চরিত্রে পর্দায় হাজির হবেন সাবিলা নূর। তিনি জানান, ‘গত বছর ঈদ থেকেই গল্প নির্ভর কাজ করছি। সেই ধারাবাহিকতায় এই নাটকে কাজ করা।’ সাবিলা যোগ করেন, ‘একটি সুন্দর বাংলাদেশ গড়তে দরকার বোধ পরিবর্তনের যুদ্ধ! এই নাটকের মাধ্যমে আমি সেই যুদ্ধের আহ্বান জানিয়েছি। নিজেকে নতুনভাবে তুলে ধরতে চেষ্টা করেছি।’

‘বিরতিহীন যাত্রা’-তে সাবিলা নূর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আবদুল্লাহ রানা, সুদীপ বিশ্বাস দীপ, আনোয়ারসহ অনেকেই। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

নির্মাতা বলেন, ‘গল্পনির্ভর কাজে যে মজা পাই, সেটা আসলে অন্য কাজে পাই না। আমি সবসময় চেষ্টা করি, একটা গল্পের ডিটেইলস তুলে ধরতে। তবে এই নাটকটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা।’

আমাদের কাগজ//জেডআই