শিক্ষা ২২ জানুয়ারি, ২০২৩ ০৯:১৯

রাজধানীতে বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির নাদিয়া (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১টার দিকে বারিধারায় যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। মাত্র ১৫ দিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

জানা গেছে, নাদিয়া ১০-১৫ দিন আগে রাজধানীর আশকোনায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি উত্তরা এলাকায় থাকতেন। তার পরিবারের সদস্যরা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়।

পুলিশ সূত্র জানা গেছে, নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তবে দীর্ঘদিন ধরে নাদিয়ার পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লার চাষাড়াতে বসবাস করে আসছে।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) মোরশেদ আলম বলেন, যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে বাসটি জব্দ করা হয়। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক তাদের আটক করা যায়নি।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নাদিয়ার মৃত্যুর খবর শুনে রোববার বিকেলে রাজধানীর বিমানবন্দর সড়ক এলাকায় কাওলা সেতুর নিচে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধ কর্মসূচির কারণে বিমানবন্দর সড়ক এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তারা অবরোধ কর্মসূচি থেকে নাদিয়ার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আমাদেরকাগজ/এইচএম