ধর্ম ও জীবন ২১ জানুয়ারি, ২০২৩ ০৬:৪৬

ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫টি বিয়ে হলো যৌতুকবিহীন 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ১৫টি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী শনিবার, ২১ জানুয়ারি বাদ আসর এ বিয়ের পরিচালনা করেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, শনিবার বিকেলে দ্বিতীয় পর্বে মোট ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিদেশি মুসল্লিদের প্যান্ডেলের পাশে থাকা দোয়া মঞ্চে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বর-কনের নাম তালিকাভুক্ত শুরু হয়। বিয়ের আগ পর্যন্ত চলে তালিকাভুক্ত কাজ।

তিনি আরও জানান, যৌতুকবিহীন বিয়ের মঞ্চের সামনে কনের অনুপস্থিতে তার স্বজন এবং বর ও তার স্বজনরা উপস্থিত থেকে ইসলামী শরিয়ত অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঞ্চের সামনে ও আশপাশে থাকা মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।

এর আগে গত ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থী) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে। মাঝে চার দিন বিরতিপর আবারও ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থী) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।