অর্থ ও বাণিজ্য ১৭ জানুয়ারি, ২০২৩ ০১:৩০

রেমিট্যান্সে সুবাতাস, ১৩ দিনে এল ৯৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১৩ দিনে প্রায় ৯২ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ৯ হাজার ৯৩৬ কোটি ২ লাখ টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

২০২২ সালে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার বা ২১ দশমিক ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে বছরের প্রথম ছয় মাসে অর্থ্যাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে প্রবাসীরা ১০ দশমিক ৭৮৫৭ বিলিয়ন এবং বছরের শেষ ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ১০ দশমিক ৪৯২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের এপ্রিল, জুলাই ও আগস্টে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের ওপরে ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।

এছাড়া আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার এবং এপ্রিলে ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানা যায়, জানুয়ারির ১৩ দিনে প্রবাসীরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ১৩ লাখ মার্কিন ডলার।

এছাড়াও রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩১ লাখ মার্কিন ডলার। এ সময় সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাকগুলো হলো- বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বৈধপথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে-রেমিট্যান্সের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা, রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের সিআইপি সম্মাননা দেওয়া, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করার পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ণ অর্থায়ন সুবিধা দেওয়া। এছাড়া রেমিট্যান্স পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসগুলোর চার্জ ফি মওকুফ করা।

আমাদেরকাগজ/এইচএম