বিনোদন ১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:০৮

‘ফারাজ’-এর ট্রেলার প্রকাশ, সিনেমা মুক্তি পাচ্ছে যেদিন

বিনোদন ডেস্ক: হলিআর্টিসান নিয়ে নির্মিত 'ফারাজ' ছবি বহুল আলোচিত ঘটনা। আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে মুক্তির আগেই এর গল্প বেশ আলোচিত।

কারণ, এই সিনেমার ঘটনাটি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ১ জুলাই, ২০১৬ সালের স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে, যখন নয়জন হামলাকারী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে গুলি চালায় এবং তার পরবর্তী ঘটনা।

যদিও তা নিয়ে চলছে নানা সমালোচনা। কারণ, একই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর 'শনিবর বিকল'। কিন্তু ছবিটি এখনো মুক্তি পায়নি। এ নিয়ে একটি মামলা চলছে, যার শুনানি হবে ২১ জানুয়ারি।

ছবিটি মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। এদিকে ভারতে মুক্তি পাওয়া ‘ফারাজ’ সিনেমার মুক্তির আগেই প্রকাশ করা হয়েছে ২ মিনিট ৭ সেকেন্ডের ট্রেলার। এরপর থেকে নেট দুনিয়া বেশ উত্তাল হয়ে উঠেছে।

সিনেমাটির পরিচালক হংসল মেহতা এক বিবৃতিতে বলেছেন, "সিনেমাটিতে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি কিভাবে তরুণরা সহিংসতায় জড়িয়ে পড়ে।" এর পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও মানবতার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

আমাদেরকাগজ/এইচএম