রাজনীতি ১৫ জানুয়ারি, ২০২৩ ০৯:০৩

বিএনপি আক্রমণ করলে আ.লীগ কি দাঁড়িয়ে ললিপপ খাবে: কাদের

নীলফামারী প্রতিনিধি: বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ বাধা দেবে না বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, ‘আমরা বলছি সতর্ক পাহাড়া দেব, আক্রমণ করব না। তারা আক্রমণ করলে আমরা কি চুপ করে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?’

আজ রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ফাউভ স্টার মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে নীলফামারীসহ রংপুর বিভাগের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘ফরিদপুরে তারা পুলিশকে আক্রমণ করল। পুলিশ কী করবে, পুলিশও জীবন বাঁচাতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করেছে। তাতে তেমন কেউ  হতাহত হয়নি। আর ফখরুল সেটা নিয়ে ঢাকায় বিষোদগার করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আওয়ামী লীগ কচু পাতার ওপর ভোরের শিশির বিন্দু নয় যে, টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভীত এ দেশের মাটি আর এ দেশের মানুষের অন্তরে। হৃদয়ে যে মাটি, হৃদয়ে যে নেতা, তাকে হাঁকডাক দিলেই ক্ষমতা থেকে সরিয়ে দেবেন সেটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।’

বিএনপির আন্দোলনের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর কী হলো—ঘোড়ার ডিম হলো। ৩০ ডিসেম্বর কী হলো—আরও ২৩ দলের ২৩টা ঘোড়ার ডিম দিল। আবার চলতি মাসের ১১ জানুয়ারিতে কী হলো—৫৪ দলের ৫৪টি অর্শ্বডিম্ব হলো।’

খেলা হবেই—মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে খেলা হবে। যারা আগুন দিয়ে মানুষ পুড়ে ফেলে তাদের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার ও ভুয়া ভোটার তালিকা তৈরি যারা করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা আমার দেশের সহস্র জননীর বুক খালি করেছে, যারা আমার দেশের শত শত মায়ের কোল খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে।

আমাদেরকাগজ/এইচএম