জাতীয় ১৫ জানুয়ারি, ২০২৩ ০৬:২৫

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যা বললেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব ইস্যুতে চলমান সংস্কার কাজ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সরকার র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপিকে বিভাগীয় গণসভা করার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) এবং স্টেট ডিপার্টমেন্ট আলাদাভাবে এই নিষেধাজ্ঞা জারি করে।

আমাদেরকাগজ/এইচএম