অর্থ ও বাণিজ্য ১১ জানুয়ারি, ২০২৩ ০২:৩৯

হু হু করে কেন বাড়ছে স্বর্ণের দাম,জানা গেছে কারন!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দেশে-বিদেশে অস্থির স্বর্ণের বাজার। হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। ইতোমধ্যে মূল্যবান ধাতুটির দর ৮ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এবং সিএনবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, মার্কিন কংগ্রেসের কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল রিজার্ভ (ফেড) আগামীতে সুদের হার কমানোর আভাস দিয়েছে। এতে দেশটির মুদ্রা ডলারের তেজ কমছে। এরই মধ্যে প্রধান আন্তর্জাতিক মুদ্রাটির মান ৭ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। মূলত এই কারণে বিশ্ববাজারে স্বর্ণের দর বাড়ছে। এছাড়া অন্য কারণও আছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৭৬ ডলার ৩৯ সেন্টে। গত ৯ মে’র পর যা সর্বোচ্চ। আগের দিন (সোমবার) যা ছিল ১৮৭৩ ডলার ৭২ সেন্ট। 


অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি যার দাম নিষ্পত্তি হয়েছে ১৮৮১ ডলার ৯০ সেন্টে। গত ৯ জানুয়ারি যা ছিল ১৮৭৭ ডলার ৪০ সেন্ট।

ওএএনডিএ’র জ্যেষ্ঠ বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, দ্রুতগতিতে বাড়ছে স্বর্ণের দাম। বিশ্ব মুদ্রাবাজারে ডলারের মূল্য কমছে। কঠোর মুদ্রানীতি থেকে সরে এসেছে ফেড। তবে মূল্যস্ফীতি প্রতিবেদনে প্রকাশের আগে গুরুত্বপূর্ণ ধাতুটির দর ব্যাপক ঊর্ধ্বমুখী হবে না। তিনি বলেন, বর্তমানে ইউএস ইল্ড নিম্নমুখী রয়েছে। সেটা অব্যাহত থাকলে স্বর্ণের জন্য ইতিবাচক হবে। বুলিয়ন মার্কেট চাঙা থাকবে।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রতি আউন্সের মূল্য ২৫০ ডলার বেড়েছে। সেসময় দাম ছিল ১ হাজার ৬৫০ ডলার।

কিনেসিস মানির এক্সটার্নাল বিশেষজ্ঞ কার্লো আলবার্তো ডি কাসা বলেন, গত নভেম্বর থেকে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেসময়ই প্রথমবারের মতো ১৮০০ ডলারে ওপরে ওঠে দামি ধাতুটির দাম। সামনে যা ১৯১৫ থেকে ১৯২০ ডলারে উঠতে পারে।

বর্তমানে ডলার সূচক ১০২ থেকে ১০৩ এর মধ্যে ওঠা-নামা করছে। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আকর্ষণীয় হয়ে উঠেছে।

সম্প্রতি বিশ্ববাজারে সাথে তাল মিলিয়ে স্বর্ণের দামে নতুনত্ব এনেছে বাংলাদেশও। কালের বিবর্তনে এই মুহূর্তে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের মূল্য। 
ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়ছে ৯০ হাজার ৭৪৬ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান বলেন, বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ধাতুটি দাম বাড়ছে। সেই সঙ্গে দেশে তেজাবী স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে স্থানীয় মার্কেটে এই ধাতবের দর বাড়ছে বলে এক বিবৃতে জানান তিনি। 

এ নিয়ে গত কয়েক দফা ওঠা-নামা করেছে মূল্যবান এ ধাতুটি। এতে বাজারের উপর যেমন প্রভাব এনেছে তেমনি ক্রেতাদের জন্য অতি হতাশার বানী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আমাদের কাগজ/এম টি