রাজনীতি ১১ জানুয়ারি, ২০২৩ ১০:৩৮

শুরু হয়েছে বিএনপি গণঅবস্থান কর্মসূচি, অধিকাংশ চেয়ার এখনও ফাঁকা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১১ জানুয়ারী) সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

জানা যায়,এদিন দুপুর দুইটা পর্যন্ত মোট চার ঘন্টা বিএনপি এ অনুষ্ঠান কর্মসূচি চলবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ দিকে কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে। 

গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন।

ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএমপির আহ্বায়ক আমান উল্লাহ আমান,  সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজন প্রমুখ।

প্রসঙ্গত, উক্ত এ কর্মসূচিতে এখন পর্যন্ত বেশির ভাগ চেয়ার ফাঁকা দেখা গেছে। 

আমাদের কাগজ/এম টি