জাতীয় ১০ জানুয়ারি, ২০২৩ ০৬:৫৩

মানুষকে উন্নত ও সমৃদ্ধ জীবন দিতে চাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ প্রতিশ্রুতি রক্ষা করে বলে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে সব প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করছি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করা। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে চাই, মানুষকে উন্নত ও সমৃদ্ধ জীবন দিতে চাই।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর মনে রাখতে হবে- ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ওই নির্বাচনেও তারা (বিএনপি) পেয়েছিল মাত্র ৩০টি আসন। এরপর থেকে সরকার গঠন করে জনগণের জন্য কাজ করছি বলেই জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব এই ফাঁদে আটকে থাকা সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি ঔপনিবেশিক শক্তি ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রশাসনিক ব্যবস্থা এবং আধা-ঔপনিবেশিক শক্তি অর্থাৎ পাকিস্তানের সামরিক স্বৈরশাসকদের হাতে গড়া শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে তৃণমূল জনগণকে শক্তিশালী করতে চেয়েছিলেন। জাতির পিতা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি দেশ গড়ছিলেন। তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যা তিনি বিশ্বাস করেছিলেন। তিনি বলেন, আমার জমি আছে, লোক আছে। সেই মাটি ও মানুষকে দিয়ে তিনি দেশ গড়েছেন।

আমাদেরকাগজ/এইচএম