সোশ্যাল মিডিয়া ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৫৫

জি কে শামিম নষ্ট রাজনীতির টোকাই: পীর হাবিবুর রহমান

বাংলাদেশের সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র পীর হাবিবুর রহমান। তিনি একাধারে একজন কলামিস্ট, লেখক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। সম্প্রতি সুবিধাভোগী রাজনীতিবিদদের নষ্ট রাজনীতি ও কালো টাকার দাপটের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে যুদ্ধ ঘোষনা করেছেন তার লড়াইয়ে তিনিও পাশে থাকার ঘোষনা দিয়েছেন এবং গনমাধ্যমকর্মী সহ সকলকে প্রধানমন্ত্রীর এ লড়াইয়ে তার পাশে থাকার আহ্ববান জানিয়েছেন। তার মতে এটি এমন এক লড়াই, যে লড়াইয়ের প্রধানমন্ত্রীকে জিততেই হবে। এছাড়াও সর্বশেষ শুক্রবার (২০ সেপ্টেম্বর) কথিত যুবলীগের নেতা নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ও প্রায় ১৭০ কোটি টাকার এফডিআর সহ আটকের ঘটনা ক্ষুব্ধ করেছে তাকে। তার এই ক্ষোভ প্রকাশ পায় বাংলা অন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার দেওয়া একটি স্ট্যাটাসে। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

"তুই কোন বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিক না, হলিউড সেরা নায়ক না যে তোকে সশস্ত্র দেহরক্ষী নিয়ে চলতে হয়?তুই জি কে শামিম নষ্ট রাজনীতির টোকাই,তোর ঘরে পাওয়া যায় নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ও পৌনে ২'শ কোটি টাকার এফডিআর !অস্ত্র গোলাবারুদ!কাউকে সুযোগ না দিয়ে একটি প্রতিষ্ঠানের সকল টেন্ডার বানিজ্য একক নিয়ন্ত্রনে রেখেছিলি।

পথের দুই টাকার যুবদল কর্মী থেকে এক টাকার যুবলীগ কর্মী হয়ে আজ তোর কোন বাপের শক্তিতে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে তিন টাকার ঠিকাদার এতোবড় লুটেরা হলি?তোর বাপদের নাম এবার বল।একটা তো ফ্রিডম পার্টি থেকে এসে যুবলীগ নেতা হয়ে ক্যাসিনো মালিক,চাঁদাবাজ হয়েছিলো।

মুজিব কন্যা বলেছেন একে একে সব ধরা হবে।সারাদেশে অবৈধ লুটের টাকায় যারা অঢেল অর্থ বিত্ত আলিশান বাড়ি জৌলুসময় ফ্ল্যাট ভোগে মত্ত জীবন যাপন করেছিলেন তারা এবার আইনের শাস্তি ভোগ করতে হবেই। ছাত্রলীগ দিয়ে যার শুরু যুবলীগ দিয়ে যার ঝড় ভিসি ডিসি এসপি আমলা মন্ত্রী এমপি নেতা,বিভিন্ন পেশার যারা অপরাধী সে যেই হোক, যে দলের হোক অবশ্যই তাকে আজ পাকড়াও করে,মুজিব কন্যার যুদ্ধে জিততে হবে।

এ বিজয় হবে দেশের,জনগনের,সুশাসনের আইনের,আদর্শের।নষ্টদের আজ কবরের আজাবে রাখার সুবর্ন সময়।জনগনের ও আজ শেখ হাসিনার পক্ষে নষ্ট দানবদের বিরুদ্ধে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার সময়।

যারা ঘুষ দূর্নীতি কমিশন নিয়োগ বানিজ্য চাঁদাবাজি ব্যাংক লুট শেয়ার লুট অর্থপাচার করেছে,তাদের সাম্রাজ্যের পতন, তাদের কারাজীবন এখন অনিবার্য।জনগনকে আজ সমর্থনে এগিয়ে আসতে হবে,জিকে শামীম,খালেদের মতো পুটিমাছের যদি এ অবস্হা হয়,রাঘব বোয়ালদের কি অবস্হা?"