রাজনীতি ৯ জানুয়ারি, ২০২৩ ০৯:২৮

জেল থেকে বের হয়েই যে হুশিয়ারি দিলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা তাদের গ্রেফতার করে ভোটাধিকার আন্দোলন ঠেকাতে চেয়েছে। কিন্তু সেই আন্দোলন গতি পেয়েছে। সরকার যত নিপীড়ন করবে, মানুষ ততই ক্ষুব্ধ হবে। এখন আর পেছনে ফেরার পথ নেই। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কারাগার থেকে মুক্তি পেয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাব। তাই আন্দোলন আরও জোরদার করতে হবে। এর মাধ্যমে দেশকে মুক্ত করতে হবে। আসুন এই শপথ নিয়ে নতুন অঙ্গীকার করি।'

তিনি আরও বলেন, মহান আল্লাহর ইচ্ছায় এবং আপনার আন্দোলনের মাধ্যমে আমরা দুজনই মুক্তি পেয়েছি। আরও অনেকে এখনো কারাগারে। কারাগারে তারা মানবেতর জীবনযাপন করছে। একটি সেলে ৫ থেকে ৭ জনকে রাখা হচ্ছে। অবিলম্বে আমাদের এই নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় জনসভা ও গণমিছিল সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সমাবেশস্থল নিয়ে অস্থিরতার মধ্যেই আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আমার অপরাধ ছিল আমি সংঘর্ষ এড়াই।'

পুলিশের দায়ের করা একটি মামলায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক মাসের বেশি সময় বন্দি থাকার পর আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। এ সময় কারাগারের সামনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদেরকাগজ/এইচএম