খেলাধুলা ৯ জানুয়ারি, ২০২৩ ০৪:৩৮

সিলেটকে ১৫০ রানের টার্গেট দিলো কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : বিপিএলের নবম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে উড়তে থাকা সিলেটের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৫০ রানের টার্গেট দিয়েছে কুমিল্লার ব্যাটাররা। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে সিলেটের মুখোমুখি হয় কুমিল্লা। আগের ম্যাচেই বরিশালের বিপক্ষে নিয়মিত অধিনায়ক মাশরাফির পরিবর্তে মুশফিকুর রহিম টস করতে নেমেছিলেন সিলেটের হয়ে। তবে আজ কুমিল্লার বিপক্ষে টস করতে নামেন দেশসেরা অধিনায়কখ্যাত মাশরাফি বিন মর্তুজা। টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মাশরাফি। 

ব্যাটিংয়ে নেমে শুরু ত্থেকে খুব একটা ভালো করেত পারেননি কুমিল্লার টপ অর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লে'র ৬ ওভারে ৪৬ রান তুলতেই কুমিল্লা হারিয়ে বসে ৩ উইকেট। রান পাননি লিটন দাসের মতো তারকা বা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।  

৪৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের দায়িত্ব কাঁধে তুলে নেন জাকের আলি আর ডেভিড মালান। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন মিলে সংগ্রহ করেন ৫৩ রান। 

৩৯ বলে ৩৭ রান করা মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন থিসারা পেরেরা। সঙ্গীকে হারালেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন জাকের আলী। নির্ধারিত ২০ ওভার শেষে মাঠ ছাড়ার আগে ৪৩ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন জাকের আলি। 

জাকেরের ফিফটিতে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে কুমিল্লা। সিলেটের হয়ে থিসারা পেরেরা এবং মোহাম্মদ আমির নিয়েছেন ২ টি করে উইকেট। আর স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ইমাদ ওয়াসিম নিয়েছেন ১ টি করে উইকেট।

আমাদেরকাগজ/ এইচকে