জাতীয় ৭ জানুয়ারি, ২০২৩ ১০:২৪

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কেনা পাটের গোডাউন দেখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় মায়ের কেনা পাট গোডাউন দেখতে পৌঁছান তিনি।

খুলনায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী সমর্থক প্রধানমন্ত্রীকে দূর থেকে দেখেন এবং শুভেচ্ছা জানান।

এর আগে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে দুপুর ২টায় খুলনার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পরে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছান প্রধানমন্ত্রী।

জানা গেছে, দিঘলিয়ায় নিজ মায়ের নামে করা পাটগুদাম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে খুলনায় ব্যক্তিগত সকল কর্মসূচি শেষে সড়ক পথে টুঙ্গিপাড়ায় ফিরবেন। সেখানে প্রধানমন্ত্রী ও তার ছোটবোন শেখ রেহানা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

এর আগে সকাল সোয়া ৮টার দিকে সড়ক পথে গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। বেলা ১১টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

আমাদের কাগজ/এম টি