জাতীয় ৬ জানুয়ারি, ২০২৩ ১১:০৩

ঢাকায় যানজট এড়াতে মোটরসাইকেল ভাড়া করলেন তুর্কি রাষ্ট্রদূত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ গাড়ি করে গেলে দেরি হয়ে যেতে পারে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতে পারে যানজটে। ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যামের কোনো নিশ্চয়তা নেই। 

আর সেই কথা চিন্তা করে সময়মতো পৌঁছাতে নিজের গাড়িতে না গিয়ে পাঠাও বাইকযোগে ঢাকায় একটি বিদায়ী ডিনারে (নৈশভোজে) যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মোটরসাইকেলে চড়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। মোটরসাইকেলটি ছিল অ্যাপভিত্তিক রাইড যানবাহন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান পাঠাওবিডিতে তালিকাভুক্ত এক চালকের, তিনি তাকে ডেকে গন্তব্যে যান।

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পাঠাওবিডির চালকের সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘ঢাকার ট্রাফিক জ্যামের জন্য নিজের বিদায়ী নৈশভোজে যখন ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি তৈরি হয় তখন আপনি এটিই করতে পারেন। আপনি পাঠাওবিডির মোটরসাইকেল ডাকবেন, আপনি সময় মতো পৌঁছাবেন, সঙ্গে একটা হেলম্যাটও পাবেন।

রাজধানীতে যানজট এক নির্মম বাস্তবতা। এতে আটকা পড়ে প্রতিদিন রাস্তায় অপচয় হয় অসংখ্য কর্মঘণ্টা। এতে সাধারণের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। উন্নতির বদলে দিনের পর দিন পরিস্থিতির অবনতিই হচ্ছে।

এমনটা কেন হচ্ছে, প্রতিকারের উপায়ই বা কী তা জানতে পরিবহন বিশেষজ্ঞ, নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়।

সংশ্লিষ্টরা বলছেন, বৈজ্ঞানিক উপায় উপেক্ষা করে গণপরিবহন কমিয়ে পরিকল্পনাহীনভাবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। এ অবস্থায় রাস্তায় ধারণক্ষমতার বেশি গাড়ি চলছে। ফলে যানজট নিয়ন্ত্রণ তো দূরের কথা, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

আমাদের কাগজ/এম টি