রাজনীতি ১ জানুয়ারি, ২০২৩ ০৯:৩০

উপ-নির্বাচন: আ.লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসব আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ছয়টি আসনের মধ্যে দুটি আসন জোটসঙ্গীদের ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আরেকটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। বাকি তিনটি আসনে দলীয় প্রার্থী দিয়েছে দলটি।

ঠাকুরগাঁও-৩ আসন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে। বগুড়া-৪ দলীয় জোট জাসদকে দেওয়া হয়েছে। আর ব্রাহ্মবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে। 

আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আবদুল ওদুদ।


আমাদেরকাগজ/এইচএম