রাজনীতি ৩০ ডিসেম্বর, ২০২২ ০১:১৪

বিএনপির গণমিছিল ঘিরে মাঠে ততপর নানক-মায়াসহ যারা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি। বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র করে দিনব্যাপী রাজধানীতে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমবেত হবে বা সমাবেশ করবে তারা।

আজ (শুক্রবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর উপস্থিতি দেখা গেছে। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে সার্বক্ষণিক লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রাম আমাদের চলবে।

আজ (শুক্রবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

 

নানক আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ আমরা লড়াই করছি। এদের মূল উপড়ে ফেলতে হবে।  

আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান। 

 

এদিকে বিএনপি মিছিল-সভার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কালে এ কথা বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির কর্মসূচিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখি না। এটা তাদের ফাঁকা আওয়াজ। ১০ ডিসেম্বর গরুর হাটে গিয়ে সভা করেছে। আজ তারা গণমিছিলের ডাক দিয়েছে। কিন্তু মানুষ তাদের পক্ষে নেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা রাজপথে আছি। জনগণের জানমাল রক্ষার পবিত্র দায়িত্বে রয়েছি। তারা (বিএনপি) মিছিলের নামে, সভার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করেছি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ লড়াই করছি। তাদের মূল উপড়ে ফেলতে হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতিসহ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি মরিয়া শক্তি প্রদর্শনে, নজরে রাখবে আওমালীগ। 

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে আজ ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও তার মিত্ররা। এর মধ্য দিয়ে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে সরকারবিরোধী ঐক্যের যাত্রা আরও দৃঢ় করতে চায় রাজপথে শক্তি প্রদর্শনে মরিয়া বিএনপি। 

জুমার নামাজের পর ঢাকার বিভিন্ন এলাকায় আলাদাভাবে গণমিছিল করবে দলগুলো। এর বিপরীতে পাল্টা কর্মসূচি না থাকলেও পরিস্থিতির ওপর নজর রাখবে আওয়ামী লীগ। গণমিছিল কর্মসূচি ঘিরে কোনো ধরনের নাশকতা কিংবা উস্কানিমূলক ঘটনা ঘটলে তা মোকাবিলায় পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও ভূমিকা রাখবে।

আমাদের কাগজ/এম টি