জাতীয় ৩০ ডিসেম্বর, ২০২২ ১২:১২

শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসের বাজার আগুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,নিজস্ব প্রতিনিধিঃ বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও ব্যবসায়ীদের অজুহাতের কারণে দাম কমছিল না। তবে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে।কিন্তু  মাছ ও মাংসের বাজার অন্যান্য সময়্রিব্রতি অপরিবর্তিত রয়ে গেছে। দামও চড়া হাঁকাচ্ছেন বিক্রেতা। ফলে মাছ-মাংসের বাজারদর নিয়ে ক্রেতাদের অস্বস্তি রয়েই গেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, সব ধরনের সবজির দাম আগের তুলনায় কমেছে। কিন্তু মাছ-মাংসের দাম আগের মতো এখনও চড়া অবস্থানে রয়েছে।

বাজারে প্রতি কেজি কাঁচা সবজির দাম- মিষ্টি কুমড়া ৩০ টাকা, মূলা ২৫, কাঁচা মরিচ ৭০ থেকে ৮০, শালগম ৩০, পেঁপে ৩০, পেঁয়াজের ফুল ১০ থেকে ১৫ টাকা আঁটি, বেগুন ৪০, টমেটো ৬০, শসা ৬০, লাউ ৫০ থেকে ৬০, ফুলকপি প্রতি পিস ৩০, নতুন আলু ৩০, নতুন লাল আলু ৫০, শিম ৩০, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা।

অন্যদিকে বাজারে আগের মতোই মাছের দাম চড়া থাকায় প্রতি কেজি চাষের কই মাছ ২৪০, চাষের পাঙাস ১৮০ থেকে ২০০, রুই ৩০০ থেকে ৩৫০, কাতল ২৬০ থেকে ২৮০, শিং মাছ ৪০০ থেকে ৫০০, চিংড়ি ৬৫০, পাবদা ৪০০, তেলাপিয়া ২০০, দেশি মাগুর ৭০০, রুপচাঁদা ১০০০, শোল মাছ ৬৫০, ট্যাংড়া ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মাংসের বাজারে দাম প্রতি কেজি ব্রয়লার ১৬০, সোনালি মুরগি ২৮০, কক মুরগি ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে লাল ডিম প্রতি হালি ৪০ টাকা, এছাড়া হাঁসের দাম প্রতি হালি বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারের সবজি বিক্রেতারা বলছেন, শীত আসার পর থেকে বাজারে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে, এছাড়া প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে সবজির। পুরো শীতকাল জুড়েই সবজির দাম এমন কমই থাকবে।

রাজধানীর মহাখালী কাঁচা বাজারের সবজি বিক্রেতা সাত্তার মিয়া বলেন, শীত আসার পর থেকে বাজারে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে, এছাড়া প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে সবজির। পুরো শীতকাল জুড়েই সবজির দাম এমন কমই থাকবে।

রাজধানীর শেওড়াপাড়া এলাকার বড় বাজারে আসা ক্রেতা ইমরান হোসাইন বলেন, বাজারে শীতের সবজির দাম আগের চেয়ে কমেছে। যার ফলে আমাদের মতো সাধারণ ক্রেতারা সবজি কিনে স্বস্তি পাচ্ছে। কিন্তু মাছের বাজার আগের মতোই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। প্রতিটি মাছের দাম অতিরিক্ত পরিমাণে বেড়েছে। আমাদের মতো সাধারণ ক্রেতারা যে মাছগুলো কেনে অর্থাৎ- রুই, পাঙ্গাশ, তেলাপিয়া, কই মাছ এগুলোর কোনোটাই ২০০ টাকার নিচে পাওয়া যায় না। এছাড়া ভালো বা দামি মাছ তো কিনতেই পারে না সাধারণ ক্রেতারা।


আমাদের কাগজ/এম টি