বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২২ ০৪:৪৪

জনপ্রিয় টিকটকার লীনার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : ভারতের ছত্তীসগড়ের রায়গড়ে টিকটক তারকা লীনা নাগবংশীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা , তিনি আত্মহত্যা করেছেন। তবে লীনার পরিবার আত্মহত্যা করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না। মঙ্গলবার, ২৭ ডিসেম্বর বাড়ির বারান্দা থেকে লীনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

‘বিজারাও মস্তানির’ প্রিয়াঙ্কা চোপড়াকে নকল করে ভিডিও শেয়ার করে সকলের নজর কেড়েছিলেন লীনা।

পরিবারের বরাতে আনন্দবাজার জানায়, মঙ্গলবার লীনাকে রেখে বাজারে যান তার মা। ২২ বছর বয়সী এই টিকটক তারকা তখন বাড়িতেই ছিলেন। পড়ছিলেন। মিনিট ৩০ বাদে লীনার মা ফিরে এসে দেখেন বাড়ির বারান্দায় লীনার মরদেহ ঝুলছে।

টিকটক তারকা লীনা ইনস্টাগ্রামেও জনপ্রিয় ছিলেন। দশ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তার। লীনার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে রায়গড়ের চক্রধর নগর থানার উপপরিদর্শক ইঙ্গেশ্বর যাদব বলেছেন, “রায়গড়ের বাড়ি থেকে ২২ বছরের লীনা নাগবংশীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ইউটিউবেও নিয়মিত ছিলেন তিনি। “বিজারাও মস্তানির” প্রিয়াঙ্কা চোপড়াকে নকল করে ভিডিও শেয়ার করে সকলের নজর কেড়েছিলেন লীনা। 

তার মৃত্যুর খবরে অনেকে দুঃখ প্রকাশ করেছেন অনলাইন মাধ্যমে। একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এটা যেন মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে বোধহয় জীবন একেবারে মূল্যহীন। পরিবার পরিজনের কথা তারা ভাবে না। এই ধরণের পদক্ষেপ নেওয়ার আগে কাছের মানুষগুলোর কথা মনে পড়ে না।”

আরেকজন লিখেছেন, “সোশাল মিডিয়াটাই যেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তাহলে শান্তিতে বসবাস করা যাবে ঠিক যেমন আমাদের মা-বাবারা করতেন।”

আমাদেরকাগজ/ এইচকে