জাতীয় ২৭ ডিসেম্বর, ২০২২ ০৬:৪৩

মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস নেই, মুক্তিযোদ্ধাদের টিকিট ফ্রি

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অর্ধেক পাস না থাকলেও এমআরটি পাস থাকলে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

ঢাকায় শিক্ষার্থীদের জন্য অর্ধেক পাস থাকলেও মেট্রোরেলে অর্ধেক ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিন ফুটের কম উচ্চতার শিশুরা বাবা-মায়ের সাথে ভ্রমণ করলে ভাড়া বিনামূল্যে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী জানান, বুধবার সকাল ১১টা ১ মিনিটে প্রধানমন্ত্রী উত্তরা স্টেশনে মেট্রোরেল উদ্বোধন করবেন। তিনি সেখানে একটি তেঁতুল গাছ লাগাবেন। এর পরে তিনি তৃতীয় তলায় এমআরটি পাস (টিকিট) নিয়ে আগারগাঁওয়ের ট্রেনে উঠবেন। ওই ট্রেনে ২০০ জন নির্দিষ্ট যাত্রী থাকবে। অর্ধেক পাস না থাকলেও এমআরটি পাস থাকলে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, বর্তমান বাস্তবতায় আধুনিক বিশ্বের সঙ্গে তুলনা করলে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি নয়।

আমাদেরকাগজ/এইচএম