রাজনীতি ২৬ ডিসেম্বর, ২০২২ ০৬:৪১

হারুনের পদত্যাগ করা আসনের উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির হারুনুর রশীদের পদত্যাগ করা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি । এর আগে বিএনপির অন্য ৫ জন এমপির পদত্যাগকৃত আসনে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে ইসি।সোমবার, ২৬ ডিসেম্বর ইলেকশন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের তফসিলের প্রজ্ঞাপন জারি করেন।

তফসিল অনুযায়ী, ওই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের কাছে হারুনুর রশীদ পদত্যাগপত্র জমা দেন। সেদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আমাদেরকাগজ/ এইচকে