বিনোদন ২৫ ডিসেম্বর, ২০২২ ০৫:১০

‘সাইট অ্যান্ড সাউন্ড’ সাময়িকীর দৃষ্টিতে

চলতি বছরের সেরা ৫০ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক: বছর শেষ। বিশ্বজুড়েই চলছে চলচ্চিত্র অঙ্গনের সালতামামি। ব্রিটিশ চলচ্চিত্রবিষয়ক সাময়িকী সাইট অ্যান্ড সাউন্ড তৈরি করেছে চলতি বছরের সেরা সিনেমার তালিকা। তাদের ৯৩ জন চলচ্চিত্র লেখকের পরামর্শে তৈরি হয়েছে এই তালিকা। চলচ্চিত্রের সব বিভাগ কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র, লাইভ অ্যাকশন, অ্যানিমেশন সবই আছে এই তালিকায়।

. আফটারসান, চারলোটে ওয়েলস, যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

বাবা-মেয়ের দারুণ সম্পর্ক নিয়ে এই ছবির গল্প। ছবির পরিচালক চারলোটে ওয়েলসের প্রথম ছবি এটি। প্রথম ছবিতেই মানব সম্পর্কের দিকটি তুলে ধরে আলোড়ন সৃষ্টি করেছেন।

. সেইন্ট ওমের, অ্যালিস দিওপ, ফ্রান্স

কোর্টরুম ড্রামা ঘরানার ছবি সেইন্ট ওমের। ফরাসি প্রামাণ্যচিত্র নির্মাতা অ্যালিস দিওপের প্রথম কাহিনিচিত্র। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন গ্রান্ড জুরি প্রাইজ জিতেছিল।

. ডিসিশন টু লিভ, পার্ক চ্যানউক, দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার শুধু নয়, এশিয়ার নামকরা চলচ্চিত্রকার পার্ক চ্যানউকের ছবিটি রোমান্টিক মিস্ট্রি ঘরানার ছবি। এবারের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি পাম দরের জন্য লড়াই করেছিল।

. দ্য ব্যানশিস অব ইনশেরিন, মার্টিন ম্যাকডোনা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র

দুই বন্ধুর গল্প। যাদের বন্ধুত্ব শেষ হয়ে শত্রুতে গিয়ে রূপান্তরিত হয়। ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়। সেরা অভিনেতার পুরস্কার জেতে।

. নোপ, জর্ডান পিল, যুক্তরাষ্ট্র

সায়েন্স ফিকশন ঘরানার ভৌতিক ছবি নোপ। এই ছবি দিয়ে বিশ্বজুড়ে বক্সঅফিসে বেশ ভালো আয় করেন জর্ডান। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট এটি সেরা ছবির কাতারে রেখেছে।

. অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, লরা পয়েট্রাসা, যুক্তরাষ্ট্র

. ওয়ান ফাইন মর্নিং, মিয়া হানসেন, ফ্রান্স, জার্মানি

. ইও, জার্জি স্কোলিমোভস্কি, পোল্যান্ড, ইতালি

. আরআরআর, এস এস রাজামৌলী, ভারত

১০. টার, টড ফিল্ড, যুক্তরাষ্ট্র

১১. করসেজ, ম্যারি ক্রুৎজার, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, জার্মানি, ফ্রান্স

১২. প্যাসিফিকেশন, আলবার্ট সেরা, ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল

১৩. শোয়িং আপ, কেলি রিচার্ড, যুক্তরাষ্ট্র

১৪. ক্রাইমস অব দ্য ফিউচার, ডেভিড ক্রুনেনবার্গা, কানাডা, গ্রিস, যুক্তরাজ্য

১৫. দ্য এটারনাল ডটার, জোয়ানা হগ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র

১৬. ট্রায়াঙ্গেল অব স্যাডনেস, রুবেন অস্টল্যান্ড, সুইডেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য

১৭. এলভিস, বাজ লারম্যান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া

১৮. এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস, ডেনিয়েল কোয়ান ডেনিয়েল শেইনার্ট, যুক্তরাষ্ট্র

১৯. ফায়ার অব লাভ, সারা ডোসা, যুক্তরাষ্ট্র

২০. দ্য ফ্যাবেলম্যানস, স্টিভেন স্পিলবার্গ, যুক্তরাষ্ট্র

২১. গডল্যান্ড, হাইনার পামসন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফ্রান্স, সুইডেন

২২. দ্য কোয়াইট গার্ল, কম বেইরিড, আয়ারল্যান্ড

২৩. দ্য হিউম্যানি করপোরিস ফ্যাব্রিকা, লুসিয়েন ক্যাস্টিং টেইলর ভেরেন পাভেল, ফ্রান্স

২৪. ফানি পেজেস, ওয়েন ক্লেইন, যুক্তরাষ্ট্র

২৫. দ্য প্লেইনস, ডেভিড এসটিল, অস্ট্রেলিয়া

২৬. ফ্লাক্স গুরমেট, পিটার স্ট্রিকল্যান্ড, যুক্তরাজ্য, হাঙ্গেরি, যুক্তরাষ্ট্র

২৭. পিনোচ্চিও, গিয়েরমে দেলতোরো, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স

২৮. হিট দ্য রোড, জাফর পানাহি, ইরান

২৯. কিমি, স্টিভেন সোডারবার্গ, যুক্তরাষ্ট্র

৩০. লিভিং, অলিভার হারমানুস, যুক্তরাজ্য, জাপান, সুইডেন

৩১. প্যারালার মাদার্স, পেড্রো আলমদোভার, স্পেন

৩২. অল দ্যাট ব্রেথস, শৌনক সেন, ভারত

৩৩. কিটি মাইসন, মিরিয়াম চার্লস, কানাডা

৩৪. হ্যাপেনিং, অদঘে দিওয়ান, ফ্রান্স

৩৫. মেমোরিয়া, আপিচাতপং বিরাসেথাকুল, থাইল্যান্ড

৩৬. মেন, অ্যালেক্স গারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র

৩৭. দ্য নোভেলিস্টস ফিল্ম, হং সাংসো, দক্ষিণ কোরিয়া

৩৮. টপ গান: ম্যাভেরিক, জোসেফ কোসিনিস্কি, যুক্তরাষ্ট্র

৩৯. ট্রেঙ্ক লাউকুয়েন, লরা সিটারেলা, জার্মানি, আর্জেন্টিনা

৪০. আনরেস্ট, কিরিল শুবলিন, সুইজারল্যান্ড

৪১. ভরটেক্স, গ্যাসপার নোয়ে, ফ্রান্স, বেলজিয়াম, মোনাকো

৪২. অ্যাপোলো হাফ: স্পেস এজ চাইল্ডহুড, রিচার্ড লিঙ্কলেটার, যুক্তরাষ্ট্র

৪৩. বোথ সাইডস অব দ্য ব্লেড, ক্লেয়ার দুনি, ফ্রান্স

৪৪. ড্রাই গ্রাউন্ড বার্নিং, অডিরলে কুয়েইরোজ জোয়ানা পিমেন্টা, ব্রাজিল, পর্তুগাল

৪৫. ইনিস মেন, মার্ক জেনকিন, যুক্তরাজ্য

৪৬. দ্য ইনোসেন্টস, একিল ভট, নরওয়ে

৪৭. মুনেজ ডেড্রিম, ব্রেট মর্গান, জার্মানি, যুক্তরাষ্ট্র

৪৮. নো বিয়ার্স, জাফর পানাহি, ইরান

৪৯. রুম অব মাই ওউন, ইয়েব সোসো বালিজে, জর্জিয়া

৫০. দ্য ওর্সট পারসন ইন দ্য ওয়ার্লড, জোয়াকিম ট্রিয়া, নরওয়ে

 

 

 

 

আমাদের কাগজ/টিআর