রাজনীতি ২২ ডিসেম্বর, ২০২২ ০৩:০৩

মানবতার সেবায় এক নিবেদিত প্রাণ সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক: আত্মত্যাগ ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিবেদিত প্রাণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা বাবু সুজিত রায় নন্দী।

একজন প্রকৃত নেতা হিসেবে দেশ ও দলের প্রতিটি ক্রান্তিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই অকুতোভয় সৈনিক রাজপথে থেকেই নেতৃত্ব দিয়েছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। দলের দুর্দিনের কঠিন সময়ে অবদান ছিল অনস্বীকার্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বাস্তবায়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ মেনে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

সবে মাত্র শেষ হলো প্রাকৃতিক দুঃসময়ের বছর করোনা মহামারি । মানুষ থেকে মানুষে বিচ্ছিন্নতা দেশজুড়ে। সব অঙ্গনের সাথে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজনীতিতে। কর্মীরা শীর্ষ নেতাদের সরাসরি প্রোগ্রাম থেকে ছিলেন দূরে। বছর শেষে সে ঘাটতি পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশে অক্লান্ত পরিশ্রম করেছেন দলের অন্যতম ত্যাগী জনপ্রিয় নেতা দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

বিশেষ করে করোনার সময় যখন নিজের মা করোনায় আক্রান্ত হলে নিজের সন্তান কাছে যেত না, সন্তান মারা গেলে মা-বাবা সন্তানের লাশের কাছে আসতো না, এমন কঠিন সময়ে সুজিত রায় নন্দী সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে দাপন-কাঁপনসহ সৎকার করেছেন হাজারো মানুষ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের পক্ষ থেকে সুজিত রায় নন্দী রাজধানীসহ দেশের প্রত্যতেকটি হসপিটালে করোনা সুরক্ষা সামগ্রী, পিপিই, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, উন্নত মানের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অ্যান্টিসেপটিক সাবান, হ্যান্ডওয়াস এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এছাড়া মাস্ক পরা এবং করোনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সারাদেশে। এছাড়া জেলায় জেলায় দলের নেতাকর্মীদের মাধ্যমে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

সাংগঠনিক দায়িত্ব পালনে ছুটে গেছেন শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তৃণমূলের প্রেসক্রিপশনে তুলে এনেছেন বিতর্কমুক্ত নেতৃত্ব। হয়ে উঠেছেন গণমানুষের নেতা। পরিচয় দিয়েছেন একজন দক্ষ সাংগঠনিক নেতা হিসেবে।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও গুজব নিয়ন্ত্রণে সর্বোচ্চ সজাগ ছিলেন । হাই-প্রেফাইলের মাঠের এমন কাজে প্রসংশার স্লোগান তুলছেন তৃণমূল নেতারা।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বছর জুড়েই সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।

আমাদের কাগজ//জেডআই