খেলাধুলা ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:২৬

ভারতকে হারিয়ে বড় দিনের উৎসব করতে চায়: কোচ ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক : আগামীকাল ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে ১৮৮ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর ঢাকার শেরে বাংলায় কি ঘুরে দাঁড়াতে পারবে সাকিব আল হাসানের দল?এখন দেখার বিষয় বছরের শেষ টেস্টে কি করে টাইগাররা? 

বাংলাদেশ টেস্ট জিতে কালে ভদ্রে। আর রাঘব বোয়াল শিকার করে অনেক অনেক দিন পর। টেস্টে বাংলাদেশের বড় জয় চারটি; ইংল্যান্ড (২০১৬ সালের অক্টোবরে, মিরপুরে ১০৮ রানের জয় ), অস্ট্রেলিয়া (২০১৭ সালের সেপ্টেম্বরে ৭ উইকেটে), শ্রীলঙ্কা (২০১৭ সালের মার্চে ৪ উইকেটে) এবং নিউজিল্যান্ডের (২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটে) বিপক্ষে।

২০২২ সালে বছরের শুরুতে নিউজিল্যান্ডকে হারানোর মত উদ্ভাসিত সূচনার পরও নিজেদের হারিয়ে বসে টাইগাররা। এরপর আর জয়ের পথ খুঁজে পায়নি এবং ক্রমাগত হেরেছে শুধু।

চট্টগ্রামে ভারতের কাছে আগের টেস্টে ১৮৮ রানের পরাজয়সহ এ বছর বাকি ৮ টেস্টের ৭ টিতেই হার সঙ্গী। এ বছর একটি মাত্র টেস্ট ড্র করেছে টাইগাররা। সেটা মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে। ২০২১ সালেও ৭ টেস্টে একটি করে জয় ও ড্র ছাড়া বাকি পাঁচটাতেই হার।

অধিনায়ক সাকিব কি ভাবছেন? তার লক্ষ্য ও পরিকল্পনা কি? তা জানা যায়নি। কারণ টেস্টের আগে আজ বুধবারের নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি বাংলাদেশ দলের অধিনায়ক। এমনকি হেড কোচ রাসেল ডোমিঙ্গোও মিডিয়ার সঙ্গে কথা বলেননি। সকাল ১১ টার নির্ধারিত সংবাদ সম্মেলনে এসেছিলেন ফাস্টবোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

তিনি যদিও পেসারদের কোচ, তারপরও টেস্টের আগের প্রেস মিটে এসেছেন। তাই তাকে পুরো দল নিয়েই কথা বলতে হলো। এ দক্ষিণ আফ্রিকানের মুখেই প্রতিধ্বনিত হলো পুরো দলের ভাষা।

বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে ডোনাল্ড জানিয়ে দিলেন, ‘আমরা জিততে চাই। ঢাকা টেস্টে ভারতকে হারাতে চাই।’ ডোনাল্ড যোগ করেন, ‘আপনি কোথায় খেলছেন, সেটা বড় নয়। ভারতকে হারানো হবে অনেক বড় অর্জন।’

বাংলাদেশ কি টেস্টে ভারতকে হারাতে পারবে? এ প্রশ্নের জবাবে ডোনাল্ড বলেন, ‘আমরা জিততে মুখিয়ে আছি।’ তার শেষ কথা, আমি সহ টিম ম্যানেজমেন্টের অনেকেই দেরিতে বড় দিনের উৎসব করতে বাড়িতে ফিরতে চাই।

আমাদেরকাগজ/ এইচকে