জাতীয় ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:৩৭

বিশ্বজিৎ হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন। রোববার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ দর্জি দোকানের কর্মচারী ছিলেন।

এ ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর নূরে আলমসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দু’জনকে বেকসুর খালাস দেন এবং লিমনসহ চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন।

প্রসঙ্গত, এর আগে (অক্টবর ২০২২) এ বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আরেক আসামি মোশাররফ হোসেনকে প্রায় ১০ বছর পর গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আমাদের কাগজ/এম টি