লাইফ স্টাইল ১৬ ডিসেম্বর, ২০২২ ০১:০৭

বেনজেমাকে ফাইনালে মাঠে দেখতে চান ফ্রান্স প্রেসিডেন্ট

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে লিওনেল মেসির নেতৃত্বে কাতারে পা রাখে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলায় প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। 

ম্যানুয়েল ম্যাক্রোঁর মতো সৌভাগ্যবান সরকারপ্রধান খুব কম ছিলেন। নিজের আমলে একাধারে বিশ্বকাপ জয় এবং আরও একবার বিশ্বকাপের ফাইনালে উঠতে দেখেছেন নিজের দেশকে। সৌভাগ্যবান তিনি দলের সঙ্গে একবার বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলে নিয়েছেন এবং আরও একবার তুলে নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।   

এদিকে ফ্রান্সের ফাইনালে উঠার পরপরই গুঞ্জন চলছে ফাইনালে করিম বেনজেমার খেলা নিয়ে। আর সেই গুঞ্জন মাত্রা যোগ করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এক বিবৃতি। বিশ্বকাপ ফাইনালের জন্য করিম বেনজেমাকে কাতারে যাওয়ার অনুমতি দিয়েছে তার। মূলত ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।

তবে এ নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি ফরাসি কোচ দিদিয়ের দেশাম। মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আজ রিপোর্ট হয়েছে যে করিম বেনজেমা কাতারে ফিরছেন। প্রথম প্রশ্ন, এটা কি সত্যি? দ্বিতীয় প্রশ্ন যদি সত্যিই হয়, তাহলে কি তাকে কয়েক মিনিটের জন্য খেলানোর সম্ভাবনা আছে, আপনার যদি প্রয়োজন হয়?’

দেশম এই প্রশ্ন শুনে চোখ বন্ধ করেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর সত্যিই দিতে চাই না। পরের প্রশ্ন, আমাকে মাফ করবেন।’

কিন্তু ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শুধু করিম বেনজেমাই নন, ইনজুরিতে আক্রান্ত হয়ে যারা বিশ্বকাপ খেলতে পারেননি, সেসব খেলোয়াড়কেও ফাইনালে ফ্রান্স দলের পাশে চেয়েছেন।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের ইচ্ছানুযায়ী তারা চেষ্টা করছেন ইনজুরিতে আক্রান্ত হয়ে যে ছয়-সাতজন ফুটবলার এবারের বিশ্বকাপ খেলতে পারেননি, তাদেরও বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দলের পাশে রাখা যায় কি না।

আমাদের কাগজ/এম টি