বিনোদন ১৫ ডিসেম্বর, ২০২২ ০৪:১৬

দীঘিকে অপমান করলে রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন মামা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে পরিচালক রায়হান রাফির করা এক মন্তব্য ইতিবাচকভাবে নিতে পারেননি দীঘির মামা আবু নুসরাত ভিক্টর। ভাগনীর পাশে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তিনি। দীঘি ও রাফিকে নিয়ে মুখ খুললেন তিনি। দিলেন কড়া জবাব। 

আবু নুসরাত ভিক্টর অভিযোগ করে বলেন, নির্মাতা রাফি মিডিয়ার সামনে এসে সত্যমিথ্যা মিশিয়ে কথা বলেছেন। যদি এভাবে দীঘিকে অপমান করার চেষ্টা করা হয় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিক্টর বলেন, ‘আমার ভাগ্নি দিঘী কোনো কারণে মন খারাপ করে কিছুদিন আগে কারও নাম উল্লেখ না করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ বলে একটা ব্যাপার আছে তাই পরিচালক রায়হান রাফি সাহেব নিজেই মিডিয়ার সামনে এসে সত্যমিথ্যা মিশিয়ে কথা বলেছেন।’

 

ভিক্টর নিজেই রায়হান রাফির অফিসে দীঘির সাথে ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আপনি সুরঙ্গ মুভি নিয়ে দিঘীর সাথে দুইদিন মিটিং করেছেন আপনার অফিসে এবং দুইদিন আমি দিঘীর সাথে উপস্থিত ছিলাম। আপনাকে মনে করিয়ে দেই দ্বিতীয় দিন আপনি চার ঘণ্টা মিটিং করে গল্প শুনিয়েছেন।’

রায়হান রাফির অফিসে ভিক্টর নিজেও দীঘির সঙ্গে ছিলেন জানিয়ে বলেন, ‘আপনি সুরঙ্গ মুভি নিয়ে দিঘীর সাথে দুইদিন মিটিং করেছেন আপনার অফিসে এবং দুইদিন আমি দিঘীর সাথে উপস্থিত ছিলাম। আপনাকে মনে করিয়ে দেই দ্বিতীয় দিন আপনি চার ঘণ্টা মিটিং করে গল্প শুনিয়েছেন। ’

দীঘি যথেষ্ট যোগ্য উল্লেখ করে বলেন, ‘আপনার সিনেমায় আপনি কাকে নিবেন কাকে নিবেন না সেটা সম্পুর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। কিন্ত আপনি আমার ভাগ্নিকে লাইভে এসে মিডিয়ার সামনে অযোগ্য বলতে পারেননা। আমার ভাগ্নি অযোগ্য হলে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত না এবং শ্যাম বেনেগালের সাথে কাজ করতে পারতোনা। আপনি ৫০ বছর কাজ করলেও জাতীয় পুরস্কার পাবেন কিনা সন্দেহ। যাকে দিঘীর পরিবর্তে কাস্ট করেছেন উনি কি দিঘীর চেয়ে যোগ্য?’

দীঘির পরিবর্তে এই সিনেমায় যাকে নেওয়া হয়েছে সেটাও নাকি উদ্দেশ্যমূলক এমনটাই মনে করেন দীঘির মামা। তিনি বলেন, ‘যদি পুজা বুবলি বা মিমকে নিয়ে কাজ করতেন তাহলে একটা কথা ছিলো। যাকে নিয়েছেন তাকে কেনো নিয়েছেন এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। এটা স্বীকার করার সাহস আপনার নাই বলে আপনি দিঘীকে অযোগ্য বলে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা করছেন এটাও সাধারণ মানুষ বুঝে। ’

 

অপমান করার চেষ্টা করলে আইনি পদক্ষেপ নেবেন জানিয়ে ভিক্টর বলেন, ‘আপনি বড় ভাই হিসেবে দিঘীকে পরামর্শ দিতে পারেন কিন্তু আপনার অপমান করার কোনো অধিকার নাই। তাই পরবর্তীতে দীঘিকে অপমান করার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো। দিঘী বানের জলে ভেসে আসে নাই। ’ 

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এবার নায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। বর্তমানে পুরোদমে অভিনয় করছেন বড় পর্দায়।

আমাদের কাগজ/এম টি