খেলাধুলা ১৪ ডিসেম্বর, ২০২২ ০২:৪২

ফ্রান্স-মরক্কো কারা এগিয়ে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। 

এবারের বিশ্বকাপে ২২তম আসরে ক্রোয়েশিয়া ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। তবে এখনও নিশ্চিত হয়নি, ফাইনালে কাদের সাথে শেষ লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারা ই বা হচ্ছে লে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ।এদিকে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। 

জানা যায়, দ্বিতীয় সেমিফাইনালে কোনো শঙ্কা ছাড়াই ফেবারিট ফ্রান্স। দাপট দেখিয়ে শেষ চারে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর মরুর বুকে প্রথম বিশ্বকাপে বড় চমকের নাম আফ্রিকান দেশ মরক্কো। বুধবার দিবাগত রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে গ্রেটেস্ট শো অন আর্থে ফাইনালের স্বপ্ন রাঙাবে দেশ দুটি।

তবে সাময়িক পরিসংখ্যান এ দেখা যায়, সমীক্ষা অনুযায়ী পরিসংখ্যান বলছে মরক্কোর চেয়ে এগিয়ে আছে ফ্রান্স। দুই দলের পাঁচবারের দেখায় প্রতিবারই অপরাজিত ফরাসিরা। এমবাপ্পেরা জিতেছে তিনবার আর ড্র হয়েছে দুই ম্যাচে। 

 

তবে বিশ্বমঞ্চে এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে এই দুই দলের। 

মরক্কোর ১৯৭০ সালে প্রথমবারের মতো বিশ্ব আসরে অভিষেক হয়। আর ১৯৮৬ সালে প্রথমবারের মতো নক-আউট নিশ্চিত করেছিল দ্য অ্যাটলাস লায়ন্সরা। আর বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস ভেঙে সেমিতে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশটি। 

অন্যদিকে বিশ্বকাপে নিয়মিত ফ্রান্স। বিশ্বকাপের উদ্বোধনী আসরেই সুযোগ পায় ইউরোপিয়ান দেশটি। ২২ আসরের মধ্যে ১৬টি আসরে খেলেছে তারা। আর দুইবার বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছে। সবশেষ রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে আর প্রথমবার ১৯৯৮ সালে। আর তাই ফরাসিদের সামনে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি দিচ্ছে।

 

প্রসঙ্গত, নেটিজেনরা বলছে ৩২ বছরের বিশ্বকাপ খরা মেটানোর এমন সুবর্ণ সুযোগ আর হয়তো হয় না আর্জেন্টিনা। আলভারেজ-মেসি জাদুতে ফাইনালে আর্জেন্টিনা

আমাদের কাগজ/এম টি