চাকুরীর খবর ১৩ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৬

মিনিস্টার হাই টেক পার্কে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কমার্শিয়াল/ সাপ্লাই চেইন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার।

পদ সংখ্যা : ২টি।

আবেদন যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে স্নাতক পাস। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্যাক্টরি/ প্ল্যান্ট/ ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট/ অপারেশন অ্যান্ড মেনটেইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, পারচেজ, প্রকিউরমেন্ট, সোর্সিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ৩২-৪০ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড অ্যান্ড ইমেইল কমিউনিকেশনে দক্ষ হতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন করবেন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১১ জানুয়ারি, ২০২২।

আমাদেরকাগজ/এইচএম