বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১২ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৯

টুইটারে ব্লু টিক চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিছুদিন বন্ধ থাকার পর, পেইড প্রিমিয়াম ভেরিফিকেশন সার্ভিস 'টুইটার ব্লু' আবার চালু হয়েছে টুইটারে। প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট পরিমাণের জন্য টুইটার ব্লু ব্যাচ পাবেন। আজ সোমবার থেকে এই পরিষেবা চালু হয়েছে। তবে প্রোফাইল পিকচার পরিবর্তন করলে সাময়িকভাবে ব্লুটুথ নষ্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট যাচাইয়ের পর টুইটার নীল ব্যাচ ফিরিয়ে দেবে।

এক ব্লগ পোস্টে টুইটার জানিয়েছে, ‘আমরা সোমবার থেকে টুইটার ব্লু পুনরায় চালু করছি। ওয়েব ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ৮ ডলার এবং আইওএস ব্যবহারকারীদের ব্লু চেকমার্ক সহ অন্যান্য সাবস্ক্রাইবার ওনলি ফিচার পেতে প্রতি মাসে ১১ ডলার (প্রায় ৯০৮ টাকা) প্রদান করতে হবে। সাবস্ক্রিপশন নেওয়ার পর আপনি টুইট এডিট, ১০৮০ পিক্সেল ভিডিও আপলোড, রিডার মোড এবং ব্লু টিক পাবেন। ’


জনপ্রিয় এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটটি জানিয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহারকারীরা এখন টুইটার ব্লু -এর সাবস্ক্রিপশন কিনতে পারবেন, যাতে তারা একটি ব্লু ভেরিফায়েড অ্যাকাউন্ট এবং বিশেষ ফিচার পাবেন। ভুয়া অ্যাকাউন্টের সমস্যার জন্য এই পরিষেবা চালু করেও বন্ধ করা হয়েছিল।

টুইটার আরও জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের হ্যান্ডেল পরিবর্তন করতে, নাম বা প্রোফাইল ফটো পাল্টাতে সক্ষম হবেন। তবে পরিবর্তন করার পর যতক্ষণ না তাদের অ্যাকাউন্টটি আবার টুইটার দ্বারা যাচাই করা হয়, ততক্ষণ তাদের অ্যাকাউন্টে ব্লু টিকটি দেখা যাবে না।

আমাদেরকাগজ/এইচএম