খেলাধুলা ১০ ডিসেম্বর, ২০২২ ০৮:১১

ভারতের কাছে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হার টাইগারদের

স্পোর্টস ডেস্ক :  ৪১০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ৩৪ ওভারে ১৮২ রান তুলতেই অলআউট হয়ে গেলো বাংলাদেশের ব্যাটাররা। যার ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হলো টাইগারদের। সাকিব আর হাসান সর্বোচ্চ ৪৩ রান করেন। ২৯ রান করেন লিটন দাস। ইয়াসির আলী রাব্বি ২৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ২০ রান করে। শেষ দিকে তাসকিন আর মোস্তাফিজের দৃঢ়তা পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছিলো শুধু। তাসকিন অপরাজিত থাকেন ১৭ রানে। ২টি ছক্কা মারেন তিনি। ১৩ রান করে আউট হন মোস্তাফিজ। ভারতের ওপেনার ইশান কিশান একা যে রান (২১০) তুললো, তার চেয়েও ২৮ রান কম করেছে পুরো বাংলাদেশ দল। 

আগের দুটি ম্যাচ মেহেদী হাসান মিরাজের একক কৃতিত্বে বলা যায় জিতেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই অসাধারণ ব্যাটিং এবং বোলিং করেছেন তিনি। তার কারণে প্রথম ম্যাচে নিশ্চিত হারতে বসা ম্যাচটিতে জিতেছিলো টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও ৬৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর অসাধারণ একটি সেঞ্চুরি করে ম্যাচ বাঁচিয়েছিলেন তিনি।

আজ দিনের শুরুতেই যেন হেরে গিয়েছিলো টাইগাররা। একটি সিদ্ধান্ত ভুল নেয়ার কারণে শুধু। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে টস জেতার পরও ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়াটা যে কত বড় ভুল ছিল, তা ভারতীয়দের ব্যাটিং দেখেই বোঝা গেছে। ইশান কিশান ও বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন, এই উইকেট থেকে কিভাবে রান তুলতে হয়।

ইশান কিশান একাই ২১০ রান করেন (১৩১ বলে)। ১১৩ রান করে আউট হন বিরাট কোহলি।

আমাদেরকাগজ/ এইচকে