লাইফ স্টাইল ১০ ডিসেম্বর, ২০২২ ০৪:৫৪

খুব সহজে টাই বাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনে অফিস কিংবা পার্টিতে টাই বাঁধতেই হয়। তবে অনেকেই জানেন না কীভাবে সহজে টাই বাঁধা যায়। এ নিয়ে বিপাকে পরেন অনেকেই।

আসুন জেনে নেই খুব সহজে টাই বাঁধার নিয়ম। 

টাইয়ের দু’টি প্রান্ত থাকে। একটি সরু, অন্য প্রান্তটি চওড়া হয়।

মাথায় রাখবেন, চওড়া প্রান্তটি সবসময় ওপরে থাকে। সরু প্রান্তটি ঢাকা থাকে তার নিচে।
টাই বাঁধার জন্য প্রথমে সেটি ঘাড়ের ওপর থেকে সামনের দিকে ঝুলিয়ে দিন। সরু প্রান্তটি থাকবে বাঁদিকে আর চওড়া প্রান্তটি থাকবে ডানদিকে। এবার চওড়া প্রান্তটি গলার কাছে থাকা সরু প্রান্তের ওপর দিয়ে ঘুরিয়ে নিচে আনুন। দেখবেন একটা ফাঁস তৈরি হয়।

একইভাবে আরও একবার সরু অংশের ওপর দিয়ে ঘুরিয়ে ফাঁসের নিচ দিয়ে ঢুকিয়ে থুতনির দিকে টানুন।

এবার তৈরি হওয়া ফাঁসের মধ্যে দিয়ে গলিয়ে হালকা করে টেনে দিন। এইতো আপনি টাই বেঁধে ফেলেছেন।  

আপনার রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় এমন যেকোনো রঙের টাই পরতে পারেন। দেশের সব শপিং সেন্টারেই টাই পাওয়া যায় দাম ৩০০ টাকা থেকে শুরু।

আমাদের কাগজ//জেডআই