খেলাধুলা ১০ ডিসেম্বর, ২০২২ ১২:০৩

টসে জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। চট্টগ্রাম স্টেডিয়ামে টস ভাগ্য পক্ষে গেছে লিটন দাসের। তবে আজ তিনি ব্যাট নেননি।  শীতের শিশির কাজে লাগাতে ভারতের ব্যাটসম্যানদের আগে ক্রিজে পাঠাতে চান লিটন। 

শেষ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার নাজমুল হোসেন শান্তর বদলে সুযোগ দেওয়া হয়েছে ইয়াসির আলী চৌধুরীকে। অন্যদিকে বাঁহাতি স্পিনার নাসুমকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে পেসার তাসকিন আহমেদকে। 

চোট পাওয়ায় আগের দুই ম্যাচ খেলতে পারেননি এই পেসার। এছাড়া শিশির ভেজা পিচে তাসকিনের গতি কাজে লাগাতে চায বাংলাদেশ। ভারতীয় দলেও আছে দুটি পরিবর্তন। ইশান কিশান ও কুলদীপ যাদব খেলবেন একাদশে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), ইশান কিশান, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদপ, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

 

আমাদের কাগজ//টিএ