রাজনীতি ৯ ডিসেম্বর, ২০২২ ১১:১১

জরুরি বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পর বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে এ বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার বেলা ১১টায় ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

অপরদিকে, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণতন্ত্র মঞ্চ। বেলা সাড়ে ১১টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

আজ শুক্রবার সকাল থেকে আবারও নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরেজমিনে সকাল সাড়ে ৮টার দিকে গিয়ে দেখা যায়, নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দেওয়ার কারণে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে।

আমাদেরকাগজ/এইচএম