আন্তর্জাতিক ৮ ডিসেম্বর, ২০২২ ০৪:০৩

পি কে হালদারকে ১৩ জানুয়ারি আবার আদালতে তোলা হবে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় পি কে হালদারসহ গ্রেফতার ছয়জনকে সিবিআই স্পেশাল কোর্টে তোলা হলে বিচারক এ রায় দেন। গেল ১৭ নভেম্বর তাকে শেষবারের মতো আদালতে তোলা হয়। ‌সেদিনই বিচারক তাকে ৮ ডিসেম্বর আবার আদালতে হাজিরের নির্দেশ দেন।

চলতি বছরের ১৪ মে কলকাতার অদূরে উত্তর চব্বিশপরগনা জেলা থেকে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পি কে হালদারসহ ধৃত ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন এবং মানি লন্ডারিংয়ের মতো দুটি অভিযোগে চার্জশিট দাখিল করে ভারতের কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পি কে হালদার মামলার তদন্ত অনেকটাই গুটিয়ে এনেছেন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। ‌মামলাটি খুব শিগগিরই বিচার প্রক্রিয়ায় শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে কবে ধৃত হালদারসহ বাকিদের বাংলাদেশ সরকারের কাছে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে তথ্য নেই সংশ্লিষ্ট কারো কাছে।

এর আগে ভারতে পি কে হালদারের বিপুল অর্থের সন্ধান পায় দেশটির তদন্ত সংস্থা ইডি। এখন পর্যন্ত পি কে হালদারসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত ভারতীয় আইনের মানি লন্ডারিং অ্যাক্ট ৩ ও ৪ ধারায় একটি মামলা করেছে ইডি। বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি কারাগারে বন্দি রয়েছেন তারা।

 

আমাদের কাগজ//টিএ