জাতীয় ৮ ডিসেম্বর, ২০২২ ০৩:২৫

পল্টনে চলাচল বন্ধ থাকবে যতদিন  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর নড়েচড়ে বসেছে পুলিশ। পল্টন এলাকা  পুরো নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার আশপাশে এমন চিত্র দেখা যায়। 

সরোজমিনে গিয়ে দেখা যায়, ব্যারিকেড এবং পুলিশি নিরাপত্তার তৎপরতায়  ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যতদিন এলাকাটি (পল্টন) সম্পূর্ণ নিরাপদ মনে না হবে, ততদিন এ অবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার জানান, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) পরিপূর্ণ নিরাপদ মনে না করব, ততক্ষণ এই এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এই মুহূর্তে এখানে (পল্টনে) রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অবকাশ নেই বলেও জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে বলছি— প্লেস অব অকারেন্স (পিও)। তাদের দলীয় কার্যালয়টি কর্ডন করে রাখা হয়েছে। বিশেষজ্ঞ ও ক্রাইমসিনের লোকজন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। 

প্রসঙ্গত নয়াপল্টনে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় বিএনপির ১ হাজার ৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু। 

পুলিশের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কিছুই হতে দেওয়া হবে না বলেও জানান পুলিশে উদ্ধতর কর্মকর্তারা। 

উল্লেখ্য, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ের মূল ফটকের বাইরে কড়া পাহারায় রয়েছে পুলিশ।

আমাদের কাগজ/এম টি