আন্তর্জাতিক ৮ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৪

যে কারণে দলীয় প্রধানের পদ হাাতে পারে ইমরান খান

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান পদ থেকে ইমরান খানকে সরাতে কার্যক্রম শুরু করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। মূলত তোষাখানাকাণ্ডেই তাঁকে এ পদের অযোগ্য মনে করছে ইসিপি। এরই মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন, ইমরান খানকে ‘মিথ্যা বিবৃতি ও ভুল তথ্য ঘোষণার’ অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে পিটিআইয়ের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে ইমরান খানকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর এ মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। 

পিটিআই নেতা ও ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আল জাজিরাকে বলেছেন,‘প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যা ঘটেছে তা ইমরান খানের বেলায় প্রযোজ্য হবে না।’ উল্লেখ্য, ২০১৮ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাকিস্তান মুসলিম লীগের নেতা (নওয়াজ) নওয়াজ শরীফকে ‘অসৎ’ বলে ঘোষণা দেন এবং তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করার নির্দেশ দেয়। এর পর নওয়াজ শরীফকে নওয়াজকে দলীয় প্রধানের পর থেকেও অব্যাহতি দেওয়া হয়

আওয়ান আরও বলেছেন,‘ইসিপি কেবল নির্বাচনের নিয়ন্ত্রক এবং তাঁরা একজন ব্যক্তিকে দলীয় পদে অধিষ্ঠিত হতে বাধা দিতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এর আগে, গত অক্টোবরের উপনির্বাচনে সাতটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছিল ইমরান খানকে। এ থেকে স্পষ্টই বোঝা যায় যে, তিনি দলের প্রধান হওয়ার জন্যও যোগ্য।’ উল্লেখ্য, ইমরান খান সেই সাতটি আসনেই জয়ী হয়েছিলেন। 

পাকিস্তানের আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তা বাদে সব পাকিস্তানি নাগরিকের রাজনৈতিক দল প্রতিষ্ঠা বা সদস্য এবং নেতা হওয়ার অধিকার রয়েছে।


আমাদের কাগজ//টিএ